বৃষ্টি আইনে আইরিশদের টার্গেট ১০৪ রান

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ২৭শে মার্চ ২০২৩ ০৫:৩৭ অপরাহ্ন
বৃষ্টি আইনে আইরিশদের টার্গেট ১০৪ রান

ঘরের মাঠে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রানে থাকতেই বৃষ্টি শুরু হয়েছে। ফলে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম টি- টোয়েন্টি ম্যাচের ফলাফল বৃষ্টি আইনে পড়ে গেছে। তাই ম্যাচের ফল নির্ধারিত হবে এখন কার্টেল ওভার পদ্ধতিতে।  ডার্ক লুইস পদ্ধতিতে আইরিশদের লক্ষ্য দাঁড়িয়েছে ৮ ওভারে ১০৪ রান।


সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৯১ রান জড়ো করেন লিটন দাস ও রনি তালুকদার। তবে লিটন ৩ রানের জন্য পঞ্চাশের মাইলফলক ছুঁতে পারেননি। ২৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন লিটন।


তবে লিটনকেও ছাড়িয়ে যান আরেক ওপেনার রনি তালুকদার। ২৪ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়ে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। মাত্র ৩৮ বলে ৩ ছক্কা ও ৭ বাউন্ডারিতে রনি মারকুটো এই হাফসেঞ্চুরি উপহার দেন।


ফলে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের পথেই ছিল টাইগাররা। তবে চার বল বাকি থাকতেই ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রানেই থেমে যায় ইনিংস।


শামীম পাটোয়ারি ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ২০ বলে ৩০ রান করেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক সাকিব আল হাসান ১৩ বলে অপরাজিত ২০ রান করেন। বাউন্ডারি হাঁকান তিনটি। সবমিলিয়ে এই ম্যাচে বাংলাদেশ বাউন্ডারি হাঁকায় ১৭টি। ছক্কা ৯টি।


একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আগামী ২৯ মার্চ।