রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১২ই জানুয়ারী ২০২৫ ০৫:২৪ অপরাহ্ন
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রাজবাড়ী ও কুষ্টিয়া রুটে শ্রমিকদের দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে, যা যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে। শনিবার সন্ধ্যায় শুরু হওয়া এ সংকট এখনও সমাধান হয়নি। রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।  


জানা গেছে, গতকাল সকালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি লোকাল বাসের ওভারটেকিং নিয়ে অন্য বাসের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। এর জের ধরে রাজবাড়ীতে একটি শ্রমিক দল কুষ্টিয়া থেকে আসা বাসের শ্রমিকদের মারধর করে। এরপর থেকেই দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ রয়েছে।  


এই পরিস্থিতিতে যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে যেতে বাধ্য হতে হচ্ছে। অতিরিক্ত ভাড়া গুনে মাহিন্দ্র বা ইজিবাইকে যাতায়াত করছেন তারা। এক যাত্রী আজিজুল হক বলেন, বাস বন্ধ থাকায় ভাড়া বেড়েছে এবং ছোট যানবাহনে যাতায়াত করতে চরম কষ্ট হচ্ছে।  


বাস চালক মোবারক শেখ জানান, কুষ্টিয়া ও রাজবাড়ীর যৌথ বাস পরিচালনার চুক্তি থাকা সত্ত্বেও দুই পক্ষের দ্বন্দ্বে সমস্যা বাড়ছে। শ্রমিকদের মারধর ও প্রতিশোধমূলক কার্যক্রমের কারণেই এই অচলাবস্থা তৈরি হয়েছে।  


কুষ্টিয়া সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিরুল হক বলেন, শ্রমিকদের মধ্যে একটি ছোট বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, যা মীমাংসা করা হয়েছিল। তবে পরবর্তীতে আবারও হামলার ঘটনা ঘটায় বাস চলাচল বন্ধ রয়েছে। সমস্যা সমাধানের লক্ষ্যে দুই জেলার পরিবহন নেতারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।  


যাত্রীরা দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। শ্রমিকদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সাধারণ মানুষ এভাবে ভোগান্তির শিকার হওয়া কাম্য নয়।