‘ধামইরহাট প্রিমিয়ার লীগ’ টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ ০৭:২৬ অপরাহ্ন
‘ধামইরহাট প্রিমিয়ার লীগ’ টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘ধামইরহাট প্রিমিয়ার লীগ’ টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 


উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ১৭ জানুয়ারী বিকেল পৌনে ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ডিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। 


একই মাঠে বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ভলিবল টূর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, থানার সেকেন্ড অফিসার এন.আই শাহজাহান আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, গোলাম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইউএস বাংলা এয়ার লাইন্সের সহকারী ম্যানেজার আবির হাসান মিলন, পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার মেহেদী হাসান অলিভ, পৌর সভার প্যানেল মেয়র মেহেদী হাসান, প্রভাষক আবু হানিফ,কাউন্সিলর আমজাদ হোসেন, আলতাব হোসেন, একরামুল হক, জেসমিন সুলতানা কানন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির, আগ্রাদ্বিগুনের সোনালী স্বপ্ন ক্রিকেট একাডেমীর পরিচালক আসাদুর রহমান শাহিন, ভলিবল এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান তোতা, খেলা পরিচালক রবিউল হক টাইগার প্রমুখ উপস্থিত ছিলেন।