ব্যাটিংয়ে বরিশাল, হারলেই বিপিএল থেকে ছিটকে যাবে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে জানুয়ারী ২০২৩ ০১:৩৭ অপরাহ্ন
ব্যাটিংয়ে বরিশাল, হারলেই বিপিএল থেকে ছিটকে যাবে ঢাকা

সিলেট পর্বের শেষদিনের খেলা শুরু হচ্ছে ঢাকা ডমিনেটর্স এবং ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে। আজ (৩১ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে সাকিব আল হাসানের অন্যদিকে হারলেই বিপিএল থেকে ছিটকে যাবে নাসির হোসেনরা।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতেছে অবশ্য সাকিব আল হাসানের বরিশাল। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিব।এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বরিশাল। কামরুল ইসলাম রাব্বির বদলে সুযোগ মিলেছে স্পিনার সানজামুল ইসলামের। এছাড়াও দলে ফিরেছেন ইব্রাহিম জাদরান।


এদিক ঢাকা ডমিনেটর্সও একাদশে তিন পরিবর্তন এনেছে। এবারের বিপিএলে প্রথমবারের মতো খেলতে নামছেন শরিফুল ইসলাম। এছাড়াও প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলা আবদুল্লাহ আল মামুনও প্রথমবারের মতো মাঠে নামছেন। ঢাকার ওপেনারদের টানা ব্যর্থতায় সুযোগ মিলেছে মামুনের। এছাড়া দলে এসেছেন মুক্তার আলী।


ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, সালমান হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মদ ওয়াশিম।


ঢাকা ডমিনেটর্স একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), মুক্তার আলী, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, আরিফুল হক, অ্যালেক্স ব্লেক, সালমান ইরশাদ, উসমান গণি, শরিফুল ইসলাম, আমির হামজা হোতাক, আবদুল্লাহ আল মামুন।