টি-টোয়েন্টি ক্রিকেটে অ্যাঙ্কর রোলের প্রয়োজনীয়তা আজ (২৪ জানুয়ারি) হাড়ে হাড়ে বুঝিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফরচুন বরিশালের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্স ব্যাটিং বিপর্যয়ে পড়লে শান্তর ব্যাটিং নৈপূণ্যে বড় পুঁজি পায় মাশরাফী বিন মোর্ত্তজার দল।মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে মাশরাফীর সিলেট। ব্যাটিংয়ে নেমেই প্রথম ২ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেলে সিলেট।
সেখান থেকে শান্তর অপরাজিত ৮৯ রানের ইনিংসের উপর ভর করে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে সিলেট। মাশরাফীদের বিপক্ষে প্রতিশোধ নিতে হলে বরিশালকে করতে হবে ১৭৪ রান।
মিরপুরে এদিন সিলেটের বিপক্ষে প্রথম ওভার করতে বল হাতে নেন বরিশালের সৈয়দ খালেদ। প্রথম তিন বলে বাউন্স এবং পেসে পরাস্ত করেন নাজমুল হোসেন শান্তকে। চতুর্থ ওভারেও অফ সাইডে দারুণ এক বাউন্স দেন খালেদ। যা উড়িয়ে মারেন শান্ত। বাউন্ডারি লাইনে সহজ ক্যাচ উঠে মোহাম্মদ ওয়াশিমের হাতে।
কিন্তু এই পাকিস্তানি ক্রিকেটার ক্যাচ মিস করলে ছয় পেয়ে যায় শান্ত। পরের বলে আবারও চার হাঁকান এই ব্যাটসম্যান। আগের ওভারে ক্যাচ মিস করা ওয়াশিম বল হাতে নিয়ে নিজের ভুলের খেসারত দেন জাকির হাসানকে বোল্ড করে। নিজের প্রথম বলেই জাকিরের স্টাম্প উড়িয়ে দেন ওয়াশিম।
তিনে ব্যাটিংয়ে নামেন সিলেটের অন্যতম পারফরমার তৌহিদ হৃদয়। তবে এদিন ব্যাট হাতে সফল হতে পারেননি তৌহিদ। মাঠে নেমেই একটি চার মারা তৌহিদকে থার্ডম্যান অঞ্চলে খালেদের ক্যাচে পরিণত করে ফেরান ওয়াশিম।
তবে কেবল জাকির, তৌহিদের উইকেট তুলে নিয়ে ক্ষান্ত হননি ওয়াশিম। নিজের করা প্রথম ওভারে তুলে নেন তিন উইকেট। তৌহিদকে ফেরানোর পরের বলে এলবির ফাঁদে ফেলেন মুশফিকুর রহিমকেও। ফলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে ওয়াশিমের। অন্যদিকে ২ ওভারের মধ্যে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে সিলেট।
বিস্তারিত আসছে...
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।