পাকিস্তানের বিপক্ষে টানা দুই বলে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান।
অ্যাডিলেইড ওভালে অলিখিত কোয়ার্টার ফাইনালে টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার ২১ রানের জুটি গড়ার পর আউট হয়ে ফেরেন লিটন দাস। ১ ছক্কায় ১০ রান করতে পারেন এই ব্যাটসম্যান।
দ্বিতীয় উইকেট জুটিতে ৫২ রানের জুটি গড়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। তবে রানের তাড়নায় চালিয়ে খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। আউট হওয়ার আগে ১৭ বলে ২০ রান করেন সৌম্য।
শাদাব খান সৌম্যকে ফেরানোর পরের বলেই ফেরান সাকিব আল হাসানকেও। রানের খাতা খোলার আগে এলবির শিকার হয়ে ফেরেন তিনি। মাঠে ৪৪ রানে অপরাজিত আছেন শান্ত। তারসঙ্গে মাঠে আছেন আফিফ হোসেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।