ভারতের কাছে বৃষ্টির পর পাঁচ রানের হারে সেমিফাইনালের স্বপ্ন থেকে একরকম ছিটকেই গেছে বাংলাদেশ। সমীকরণে গরু আছে গোয়ালে নেই। তাই রবিবার পাকিস্তানের বিপক্ষের ম্যাচ খেলেই বাংলাদেশকে বিশ্বকাপের মিশন শেষ করতে হচ্ছে। তবুও পাকিস্তানকে হারিয়ে কোনো এক মিরাকলের আশায় পথ চেয়ে আছে টাইগাররা।
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ বলেন, ‘এই গ্রুপে সব ম্যাচই ইন্টারেস্টিং হয়েছে। এখনও যে কোনো কিছু হতে পারে। মিরাকল হয়ে যেতে পারে। মূল লক্ষ্য থাকবে, শেষ ম্যাচটায় একই স্পিরিট নিয়েই যাব। ভালো খেলে জিততেই চাইব। যদি ম্যাচ জিততে পারি, পরে কী হবে ক্যালকুলেশন পরে দেখা যাবে। মূল লক্ষ্য পরের ম্যাচটা জেতা।’
সেমিফাইনাল নিয়ে তাসকিনের কৌশলী উত্তর, ‘আসলে ওখানে অনেক ক্যালকুলেশনের বিষয় আছে। আমাদের মূল লক্ষ্য জেতাই। সেমি-ফাইনাল হবে কী হবে না, সেটা তো বলতে পারছি না। কিন্তু মূল চাওয়া পরের ম্যাচ জেতা।’
পাকিস্তানের সাথে সবশেষ ৮ দেখায় টি-টোয়েন্টিতে জিততে পারেনি বাংলাদেশ। মুখোমুখি ১৭ ম্যাচে পাকিস্তান জিতেছে ১৫টিতেই।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।