প্রকাশ: ১ নভেম্বর ২০২২, ২২:৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হট ফেবারিট হিসেবে খেলতে এসেছিল জস বাটলারের ইংল্যান্ড দল। কিন্তু সেই ইংল্যান্ড সুপার টুয়েলভ পর্বের তিন ম্যাচ শেষে ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে। কিউইদের বিপক্ষে হারলেই বাটলারদের বিশ্বকাপ স্বপ্ন থমকে যেতে পারে আজই (১ নভেম্
নিজেদের বাঁচা-মরার ম্যাচে ইংলিশদের পক্ষে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক বাটলার। ব্রিসবেনের গ্যাবায় টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে বাটলারের ঝড়ো ইনিংসের সঙ্গে অ্যালেক্স হেলসের ফিফটিতে ৬ উইকেটে ১৭৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ইংলিশরা। এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে নিউজিল্যান্ডের প্রয়োজন ১৮০ রান।
এদিন ইংলিশ দুই ওপেনার বাটলার ও হেলস ওপেনিং জুটিতে দলকে দারুণ শুরু এনে দেন। ১০ ওভারে ৮০ রান তুলে ফেলেন তারা। ফিফটি হাঁকিয়ে ৪০ বলে ৭ চার ও ১ ছয়ে হেলস ৫২ রানে ফিরলে ভাঙে জুটিটি। এরপর একপ্রান্তে বাটলার একাই খেলতে থাকেন। অন্য কোনো ইংলিশ ব্যাটসম্যান খুব একটা সঙ্গ দিতে পারেননি তাকে।
চারে নেমে লিয়াম লিভিংস্টোন ১৪ বলে ২০ রান করেছেন। এ ছাড়া অন্য কেউ ডাবল ডিজিটেই পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ৪৭ বলে বাটলার ৭ চার ও ২ ছয়ে ৭৩ রান করলে বড় পুঁজি পায় ইংলিশরা। কিউইদের পক্ষে দুই স্পিনার বল হাতে সফল হয়েছেন। দুইজনে ১টি করে উইকেট নিয়েছেন। তবে রান দিয়েছেন মাত্র ৭ এরও কম ইকোনমি রেটে।