প্রকাশ: ১ নভেম্বর ২০২২, ১৭:৫০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ব্রিসবেনের গ্যাবায় আফগানিস্তানের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারলো না। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে তাদের ১৪৪ রানে আটকে দিয়েছে শ্রীলঙ্কা। ৮ উইকেট হারিয়ে আফগানরা এই পুঁজি সংগ্রহ করে।
শুরুটা হয়েছিল আশা জাগানিয়া। টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান করে তারা, রহমানউল্লাহ গুরবাজ ও উসমান গনি আর রান বাড়াতে পারেননি। সপ্তম ওভারের প্রথশ বলে রহমানউল্লাহকে (২৮) বোল্ড করেন লাহিরু কুমারা।
ইব্রাহিম জাদরানকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন উসমান। ১১তম ওভারে তাদের বিচ্ছিন্ন করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। উসমান ২৭ রান করে মাঠ ছাড়েন।
ইব্রাহিম ২২ রানে আউট হওয়ার পরে আর বড় কোনও জুটি তৈরি হয়নি। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। ডেথ ওভারে ১৭ রানের মধ্যে ৪ ব্যাটসম্যান প্যাভিলিয়নে। শেষ ওভারে হাসারাঙ্গা জোড়া আঘাত হানেন, তাতে দেড়শ ছোঁয়ার পরিকল্পনা ভেস্তে যায় আফগানদের।