প্রকাশ: ৭ অক্টোবর ২০২২, ১:০
নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শেষেই উড়াল দিতে চেয়েছিলেন সাকিব। এমনকি দেশটির উদ্দেশে টিকিটও কেটে ফেলেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
কিন্তু ভিসা জটিলতায় সিরিজের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার ১৮ ঘণ্টা আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব। ক্রাইস্টচার্চে দলের সঙ্গে অধিনায়ক যোগ দেওয়ায় এক ভিডিওবার্তায় মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, দল এখন আগের চেয়েও বেশি চাঙা।
ফলে ধরেই নেওয়া হয়েছিল আজ (৭ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে বাবর আজমের সঙ্গে টস করতে নামবেন সাকিবই। তবে এদিন টস করতে বাংলাদেশের পক্ষে মাঠে যান নুরুল হাসান সোহান। কিন্তু পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব ছাড়া দল কেন মাঠে।
যখন দলের সঙ্গে খোদ অধিনায়ক সাকিব নিজেই উপস্থিত। এর উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, টিম ম্যানেজমেন্টের ইচ্ছায় পাকিস্তানের বিপক্ষে খেলেননি টাইগার এই ক্রিকেটার। মূলত সাকিবের ভ্রমণক্লান্তি কাটিয়ে তুলতে এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি গণমাধ্যমে বলেন, ‘সাকিব খেলতে চায়নি এটা ঠিক নয়, মূলত তাকে খেলানো হয়নি। আগের দিন দুপুরের পর এসে পৌঁছায় সাকিব। দীর্ঘ ভ্রমণের কারণে টিম ম্যানেজমেন্ট মনে করেছে সাকিব খুবই ক্লান্ত। এ পরিস্থিতিতে তাকে মাঠে নামানো ঠিক হবে না। যার ফলে তাকে খেলানো হয়নি।
না খেললেও সাকিব ঠিকই অনুশীলন করেছে। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে দলের অন্য ক্রিকেটাররা ছুটি কাটালেও অনুশীলনে ঘাম ঝরাবেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক। ৯ অক্টোবর (রোববার) স্বাগতিক কিউইদের বিপক্ষে খেলবেনই সাকিব