উর্বশীর প্রেমে কাবু নাসিম?’ জল্পনাই সার

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ১১ই সেপ্টেম্বর ২০২২ ০৭:২৪ অপরাহ্ন
উর্বশীর প্রেমে কাবু নাসিম?’ জল্পনাই সার

জল্পনার সূত্রপাত হয় উর্বশীর পোস্ট করা একটি ভিডিও থেকে। এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন উর্বশী। ওই ম্যাচেই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় পাক পেসার নাসিম শাহের। আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই দুরন্ত পারফর্ম করে ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। সেই ম্যাচের কয়েকটি মুহূর্ত নিয়েই একটি ভিডিও পোস্ট করেন উর্বশী। তা নিয়েই শুরু হয়ে যায় জল্পনা। 


উর্বশী ও নাসিমের ভিডিওটি এমন ভাবে এডিট করা হয়েছে, যেখানে মনে হচ্ছে দু’জন একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। ভিডিওটি উর্বশী নিজের স্টোরি হিসেবে আপলোড করেন। তাতেই নেটিজেনদের মধ্যে আলোড়ন পড়ে যায়। যে উর্বশীর সঙ্গে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের (Rishabh Pant) নাম জড়িয়েছিল, সেই বলিউড অভিনেত্রী কি এবার তরুণ পাক ক্রিকেটারে মজলেন? এমন প্রশ্ন ওঠে। 


উর্বশী ও নাসিমের ভিডিওর রেশ পাক মুলুকেও ছড়িয়ে পড়েছে। তাইতো এক সাংবাদিক বৈঠকে বলিউড অভিনেত্রী প্রসঙ্গে পাক ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হলে হেসে তিনি বলেন, “আপনার প্রশ্ন শুনেই হাসি পাচ্ছে। কে উর্বশী রাউতেলা আমি জানি না। আমার মন শুধু ম্যাচে থাকে। এ বিষয়ে আমার কোনও ধারণাই নেই। আমার মধ্যে তেমন স্পেশ্যাল কিছু নেই তবে যাঁরা আমার খেলা দেখতে আসেন তাঁদের খুবই সম্মান করি।”