জোড়া সেঞ্চুরিতে বড় লিডের পথে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে মে ২০২২ ০৩:০৫ অপরাহ্ন
জোড়া সেঞ্চুরিতে বড় লিডের পথে শ্রীলঙ্কা

মিরপুর টেস্টের চতুর্থ দিন চা বিরতি পর্যন্ত চালকের আসনে সফরকারী শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্ডিমালের জোড়া শতকে বড় লিডের পথে আছে লঙ্কানরা।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত চা বিরতিতে যাওয়ার আগে লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেটে ৪৫৯ রান। দলটি ইতোমধ্যে লিড নিয়েছে ৯৪ রানের। শতক হাঁকানো দুই ব্যাটসম্যান ম্যাথুজ ১২৩ ও চান্ডিমাল ১২০ রানে অপরাজিত আছেন।


চতুর্থ দিন সকালে ৫ উইকেটে ২৮২ রান নিয়ে শুরু করেছিল সফরকারীরা। এদিন সকালের সেশনে বল হাতে কোনো সাফল্যের দেখা পায়নি বাংলাদেশি বোলাররা। প্রথম সেশনে বিনা উইকেটে ৮৭ রান যোগ করে দলটি। লাঞ্চে যাওয়ার আগে ৪ রানের লিড পায় সফরকারীরা।


দিনের দ্বিতীয় সেশনের শুরুতে ম্যাথুজ সিরিজে নিজের দ্বিতীয় শতক তুলে নেয়। ২৭৪ বলে ৬ চার ও ২ ছয়ে শতক পূর্ণ করেন এই ব্যাটসম্যান। এই জুটি নিজেদের দেড়শ রানের জুটি পূর্ণ করার পরপরই শতক পূর্ণ করেন চান্ডিমালও। ১৮১ বলে ৯ চার ও ১ ছয়ে শতক পূর্ণ করেন তিনি।


শেষ পর্যন্ত ৯৪ রানের লিড নিয়ে চা বিরতিতে যায় দলটি। ষষ্ঠ উইকেট জুটিতে চান্ডিমাল ও ম্যাথুজ ১৯৩ রান যোগ করে ফেলেছে।