জয়ের লক্ষ্য নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে খুলনা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ১২ই ফেব্রুয়ারি ২০২২ ০৫:৩৩ অপরাহ্ন
জয়ের লক্ষ্য নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবার (১২ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে খুলনা টাইগার্স। প্লে-অফে যেতে চাইলে জয়ের বিকল্প নেই খুলনার সামনে।


অন্যদিকে, নির্ভার কুমিল্লাও চায় ধারাবাহিকতা ধরে রাখতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে।


বাঁচা মরার লড়াইয়ে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে মুশফিকের খুলনা টাইগার্স। প্লে অফ নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। তারা হারলে অবশ্য প্লে অফের চতুর্থ দল হিসেবে জায়গা করে নেবে মিনিস্টার ঢাকা। এর আগে দিনের প্রথম ম্যাচে সিলেটকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে চলতি আসরে তৃতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


এদিকে ৯ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে আগেই প্লে-অফ নিশ্চিত হওয়ায় অনেকটাই নির্ভার কুমিল্লা। কিন্তু চিন্তার কালো মেঘ মুশফিকের কপালে। ৯ ম্যাচে খুলনা টাইগার্সের সংগ্রহ ৮ পয়েন্ট। ১০ ম্যাচ খেলে ঢাকার পয়েন্ট ৯। ফলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মুশফিক বাহিনীর।


সিলেটপর্ব নিজেদের শেষ ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ৫ উইকেটে হারের পর ঢাকা পর্বেও হারের মুখ দেখে খুলনা। একদিন আগেই তারা কুমিল্লার বিপক্ষে হারে ৬৫ রানের ব্যবধানে। আজ আবার তাদের বিপক্ষে লড়াইয়ে নামতে হবে তাদের। মুশফিকের জন্য চিন্তার কারণ- ব্যাট হাতে একেবারেই জ্বলে উঠতে পারছেন না দলের ব্যাটাররা।


এই ম্যাচে ভুল শুধরে ঘুরে দাঁড়াতে হবে ব্যাটারদের। নয়তো ছন্দে থাকা দলটিকে হারানো কঠিন হবে মুশির দলের জন্য। বল হাতে মুশফিকের দুই ভরসার নাম রাব্বি ও থিসারা পেরেরা। ঢাকাপর্বে ভালো করতে চাইলে পরিকল্পনা অনুযায়ী খেলতে চায় খুলনা।


কুমিল্লার সাফল্যে এবার সামনে থেকে নেতৃত্বে দিচ্ছেন পেসার মুস্তাফিজ। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সবার ওপরে আছেন কাটার মাস্টার। ৮ ম্যাচে ১২ উইকেট নিয়ে কুমিল্লার আরেক সফল বোলার তানভীর ইসলাম। ফর্মে আছেন শহীদুল নাহিদুলরাও। অভিজ্ঞ কোচ সালাহউদ্দিনের কৌশলের কাছে জয়ী হতে তাই কাঠখড় পোড়াতে হবে খুলনাকে।


খুলনা টাইগার্স একাদশ

মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, ইয়াসির আলি, থিসারা পেরেরা, শেখ মেহেদী, খালেদ আহমেদ, নাবিল সামাদ, সৌম্য সরকার,সিকান্দার রাজা এবং রুয়েল মিয়া।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ

ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মাহিদুল অঙ্কন, মাহমুদুল হাসান জয়, তানভীর ইসলাম, আবু হায়দার রনি, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সুনিল নারিন, মঈন আলী এবং ফ্যাফ ডু প্লেসি।