২০০০ সালের ১০ নভেম্বর। বাংলাদেশের ক্রিকেটে শুরু হয় এক নবযাত্রার। টেস্ট মর্যাদা পাওয়ার পর এদিন প্রথম টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল পরাক্রমশালী ভারত। তারপর মাঠে নেমে আমিনুল ইসলাম বুলবুলের সেঞ্চুরির ইতিহাস। মজার ব্যাপার হচ্ছে সে ম্যাচেই ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ঘটেছিল সৌরভ গাঙ্গুলীর। সেই সৌরভ এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট। মাত্র ১০ মাসের জন্য এই পদে বসেই যেন তিনি হারিয়ে গেলেন ১৯ বছর আগের একটি ম্যাচে।
দুটি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য নভেম্বরেই ভারতে যাবে বাংলাদেশ। ক্রিকেটারদের ধর্মঘট স্থগিত করায় অচলাবস্থা কেটে গেছে। দুটি টেস্টের একটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। সেই টেস্টে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই ঘণ্টা বাজিয়ে ইডেন টেস্টের সূচনা করবেন। প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই সভাপতি বলেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রী ২২ নভেম্বর আসবেন। সবকিছু ঠিক থাকলে তিনি টেস্টের ঘণ্টা বাজাবেন।'
শুধু এটুকুই নয়; বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলা ক্রিকেটারদের ইডেন গার্ডেনসে সংবর্ধনা দেবেন সৌরভ। তিনি বলেছেন, 'বাংলাদেশের খেলা প্রথম টেস্টে খেলা সব ক্রিকেটারকে আমরা আমন্ত্রণ জানাব। এটা ছিল ভারতের বিপক্ষে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ নিয়ে লিখব এবং বিসিসিআই সভাপতি হিসেবে ব্যক্তিগতভাবে সে ম্যাচে খেলা ভারতীয় দলকে লিখব। প্রথম দিনের খেলা শেষে আমরা সংক্ষিপ্ত একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব।'
নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে বাংলাদেশের প্রথম টেস্ট দলে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, মেহরাব হোসেন অপি, শাহরিয়ার হোসেন, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ রফিক, আকরাম খান, আল শাহরিয়ার, খালেদ মাসুদ, হাসিবুল হোসেন এবং রঞ্জন দাস (বর্তমানে মাহমুদুল হাসান)। উল্লেখ্য, দ্বিতীয় ইনিংসে খারাপ ব্যাটিংয়ের কারণে ম্যাচটা ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।