যে কারণে বিশ্বকাপের সেরা হতে পারবেন না সাকিব

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ৮ই জুলাই ২০১৯ ০৭:৪৫ অপরাহ্ন
যে কারণে বিশ্বকাপের সেরা হতে পারবেন না সাকিব

এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন সাকিব আল হাসান। ফর্মের তুঙ্গে থেকে শেষ করেছেন বিশ্বকাপ। যখন সাকিবের বিশ্বকাপ শেষ হয় তখনও তিনিই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহাক ব্যাটসম্যান। সাকিব আল হাসান এবারের বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬০০ রানের গণ্ডি পাড় করেছেন। করেছেন ৬০৬ রান। সেঞ্চুরি করেছেন দুটি। হাফসেঞ্চুরি করেছেন ৫টি।

বল হাতেও সফল ছিলেন সাকিব আল হাসান। উইকেট নিয়েছেন ১১টি। সব মিলিয়ে বিশ্বকাপের সেরা পারফর্মারই বলতে হবে সাকিবকে। কিছুদিন আগে সাকিবকে নিয়ে আইসিসি একটি পোস্ট করেছিল যেখানে অন্যরকম ভাবে সাকিবকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছিল।

তবে একটি কারণে এবার বিশ্বকাপে সাকিব আল হাসান বিশ্বকাপের সেরা খেলোয়াড় নাও হতে পারে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরষ্কার দেয়ার পর থেকে যে দলটি অন্তত সেমিতে উঠেছে সেই দলটির তারকাই পেয়েছে এই পুরষ্কার। এদিকে বাংলাদেশ আবার বাদ হয়ে গেছে। অন্যদিকে ওয়ার্নার, রোহিত, ফিঞ্চরা আছে দুর্দান্ত ছন্দে। তাই এই একটি কারণে কপাল পুড়তে পারে সাকিবের।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব