সোমবার সিলেট পর্বের প্রথম দিন ঝড় তুলেছিলেন মুনিম শাহরিয়ার। সঙ্গে ফিফটি হাঁকান অধিনায়ক সাকিব আল হাসানও। আজ (সোমবার) স্বাগতিক সিলেট সানরাইজার্সের বিপক্ষে আরও তেঁতে উঠলেন ফরচুন বরিশালের এ দুই ব্যাটার, দুজনই খেললেন টর্নেডো ইনিংস। পাশাপাশি রানের দেখা পেয়েছেন ক্রিস গেইলও।
লাক্কাতুরায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মুনিম-সাকিবের তান্ডবের পর গেইলের পঞ্চাশ ছাড়ানো ইনিংসের সঙ্গে ডোয়াইন ব্রাভোর তান্ডবে স্বাগতিক দলের বিপক্ষে ১৯৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে আগেই প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করা বরিশাল।
এই ম্যাচটি হারলে আসরের প্রথম দল হিসেবে নিজেদের ঘরের মাঠ থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাবে সিলেটের। আর তা এড়ানোর জন্য তাদের ছুঁতে হবে ২০০ রানের পাহাড়সম লক্ষ্য। সিলেটের সামনে এ লক্ষ্য ছুড়ে দেওয়ার পথে মুনিম ২৬ বলে ৫১, সাকিব ১৯ বলে ৩৮, গেইল ৪৫ বলে ৫২* এবং ব্রাভো করেছেন ১৩ বলে ৩৪ রান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।