প্রকাশ: ৮ জুলাই ২০২১, ৪:১০
হারারে টেস্টে বাংলাদেশ থেকে ৩৫৪ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১১৪ রান। টাইগারদের হয়ে উইকেটটি তুলেছেন সাকিব আল হাসান।
দ্বিতীয় দিন শেষে তাকুজওয়ানাশে কাইতানো ৩৩ ও ব্রেন্ডন টেলর অপরাজিত আছেন ৩৭ রানে। টাইগারদের করা ৪৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে জিম্বাবুয়ে। দলীয় ৬১ রানে ওপেনার মিল্টন শুম্বাকে বিদায় করেন সাকিব।
এর আগে হাতে দুই উইকেটে রেখে দলীয় ২৯৪ রান নিয়ে দিন শুরু করে মাঠে নামে টাইগাররা। তাসকিন আহমেদের সঙ্গে ১৯১ রান যোগ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। যা টেস্টে নবম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি।
১৩৪ বলে তাসকিনের ব্যাট থেকে এসেছে ৭৫ রানে। ২৭৮ বল খেলে ১৫০ রানে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ। প্রথম দিন ১৪৭ বলে ৯৫ রান করেন লিটন দাস। ৯২ বল খেলে ৭০ রান করেন মুমিনুল হক।
জিম্বাবুয়ের হয়ে চারটি উইকেট তুলেছেন ব্লেসিং মুজারবানি।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।
জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা, রয় কাইয়া, ব্রেন্ডন টেলর, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড গারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো।