প্রকাশ: ১ এপ্রিল ২০২১, ১৫:২০
বাংলাদেশের বোলারদের একেবারে তুলোধুনো করে ছেড়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১৪১ সংগ্রহ করেছে তারা। বৃহস্পতিবার অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। বৃষ্টির কারণে ম্যাচটি কমিয়ে ১০ ওভারে আনা হয়েছে।
ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা শুরু হয় ২টা ১০ মিনিটে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে। একের পর এক চার-ছক্কায় বড় স্কোরের দিকে এগোতে থাকে তারা।
ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় ৮৫ রানে মার্টিন গাপটিল আফিফ হোসেনের হাতে ক্যাচ হয়ে ফিরে যান। এক্ষেত্রে বোলার ছিলেন শেখ মেহেদী হাসান। ১৯ বলে ১টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৪৪ রান করেন তিনি।
দলীয় ১২৩ রানে গ্লেন ফিলিপস ক্যাচ হন সৌম্য সরকারের হাতে। ৬ বলে ১৪ রান করেন তিনি। দশম ওভারে তাসকিনের বলে স্কুপ করতে গিয়ে মিরাজের হাতে ক্যাচ হন ফিন অ্যালেন। ১৮ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করা অ্যালেন শেষ পর্যন্ত ২৯ বলে ৭১ রান করে আউট হন। তার ইনিংসে রয়েছে ১০টি চার ও তিনটি ছক্কার মার। ইনিংসের শেষ বলে রান আউট হন ড্যারিল মিচেল।
এই ম্যাচে একজন বোলারের জন্য বরাদ্দ সর্বোচ্চ ২ ওভার। পেসার রুবেল হোসেন ২ ওভারে ৩৩ রান দিয়ে কোনো উইকেট পাননি। শেখ মেহেদী হাসান ২ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। নাসুম আহমেদ ২ ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ২ ওভারে ২৪ রান দিয়ে ১টি উইকেট নেন তাসকিন আহমেদ। ২ ওভারে ২১ রান দিয়ে ১টি উইকেট নেন শরিফুল ইসলাম।
এই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারছেন না টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাই অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে লিটন দাসকে। একাদশে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন এবং রুবেল হোসেন। গত ম্যাচে খেলা মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিথুন এই ম্যাচে একাদশে নেই।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ইনিংস: ১৪১/৪ (১০ ওভার)
(গাপটিল ৪৪, অ্যালেন ৭১, ফিলিপস ১৪, মিচেল ১১, চ্যাপম্যান ০*; নাসুম ০/২৯, তাসকিন ১/২৪, শরিফুল ১/২১, রুবেল ০/৩৩, শেখ মেহেদী ১/৩৪)।