প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ২২:৪০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মোস্তাফিজুর রহমান। ম্যাচের পর অধিনায়ক তামিম ইকবাল জানালেন ফিজের চোট তেমন গুরুতর নয়। এমনকি শুক্রবার তৃতীয় ওয়ানডে ম্যাচে কাটার মাস্টারকে পাওয়া আশা অধিনায়কের।
মঙ্গলবার কিউইদের বিপক্ষে ৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচটায় কাফ ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। ম্যাচের শেষ দিকে নিজের করা নবম ওভারের তৃতীয় ডেলিভারিটির সময় কাফ মাসলে টান লাগলে তার। এরপরই মাঠ ছাড়েন তিনি। ওই ওভারের বাকি ৩ বল করেন মিডিয়াম পেসার সৌম্য সরকার।
মাঠ ছাড়ার আগে ৮.৩ ওভার বল করে ৬২ রান খরচায় ২ উইকেট নেন মোস্তাফিজ।
ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন, ‘ইনজুরি খুব বেশি গুরুতর নয়। কাফ মাসলে টান লেগেছিল, তাই তাকে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়েছিল। আমি তার সাথে কথা বলেছি, সে ভালো অবস্থায় আছে এবং আমি মনে করি সে তৃতীয় ওয়ানডে খেলবে।’