প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১৭:৪২
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বারবার দেশের ক্রিকেটপাড়ায় সমালোচনা জন্ম দেওয়া ক্রিকেটার সাকিব আল হাসান আবারো আলোচনার কেন্দ্র বিন্দুতে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিজ দেশের খেলা রেখে আইপিএলে অংশ নিতে চান তিনি। তাছাড়া গত শনিবার দেশের একটি নিউজ পোর্টালে লাইভে এসে ভবিষ্যতে নিজেকে দেশ সেরা বিসিবি সভাপতি হওয়ার দাবি করেন তিনি।
সেই লাইভে সাকিব দাবি করেন, ক্রিকেট অপারেশন্স আকরাম খান চিঠি না পড়েই সাকিবের টেস্ট খেলার অনিহার কথা বলে বেড়ান। তবে আকরাম খান বলছেন, ‘সাকিব বোর্ডকে চিঠি দিয়েছে। আমি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলে সেই চিঠি আমার কাছেও এসেছে। আর এত বড় একটা সিদ্ধান্ত, শুধু আমি কেন, বোর্ডের আরও দশজন সেই চিঠি পড়েছে।’
তবে কী লেখা ছিল সেই চিঠিতে? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু গণমাধ্যমেও ভাসছে বিসিবিকে দেয়া চিঠিটি।
যা বাংলায় অনুবাদ করলে
বরাবর
প্রধান নির্বাহী
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
মিরপুর, ঢাকা।
বিষয়: আইপিএল ২০২১ এ খেলার অনুমতি চেয়ে আবেদন।
জনাব,
আমি সাকিব আল হাসান, বিনয়ের সঙ্গে জানাতে চাই, আমরা ২০২১ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাব ভারতে। যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। তাই আমি বিশ্বাস করি, আসন্ন আইপিএলে অংশ নেওয়ায় আমাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতির সেরা সুযোগটাই দেবে। আমি জানি, আইপিএল চলাকালীন বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর রয়েছে।
সব কিছু বিবেচনায় নিয়ে আমাকে আসন্ন আইপিএলে অংশ নেওয়ার অনুমতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
সাকিব আল হাসান
ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড