প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১৫:৬
ফের আলোচনায় সাকিব আল হাসান। কিছুদিন পর পরই শিরোনাম হয়ে উঠছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব। এবার আলোচনায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করে। এমন পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাকিব।
আজ সোমবার বাংলাদেশ সময় রাত দুইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে সাকিবকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে সাকিব ঘনিষ্ঠ এক সূত্র।সাকিবের তীর পরিচালক আকরাম খানের দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব দাবি করেন, ভুল তথ্য দিয়েছেন বিসিবি পরিচালক।
এপ্রিলে দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। একই সময় চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা সাকিবের।কয়েকদিন আগে গণমাধ্যমে আকরাম খান জানিয়েছিলেন, আইপিএলে অংশ নিতে টেস্ট খেলতে আগ্রহী নন সাকিব। তার চিঠি পেয়ে ছুটি মঞ্জুর করেছে বিসিবি।
শনিবার সাকিব বলেন, ‘আকরাম ভাই বলেছে আলাদা করে। গতকালও সম্ভবত কোথাও বলেছে যে আমি টেস্ট খেলতে চাই না। আমার ধারণা তিনি চিঠিটা ঠিকভাবে পড়েনইনি। বারবার তিনি বলছেন, আমি টেস্ট খেলতে চাই না। এটা আমি কোথাও বলিনি।’
এমন বক্তব্যের পর রোববার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন বোর্ড কর্মকর্তারা।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আকরাম। তিনি জানান, সাকিবের আইপিএলে খেলার অনুমতির পুনর্বিবেচনা করা হবে।
আকরাম বলেন, ‘সাকিব যেহেতু বলেছে ও টেস্ট খেলতে চায়, আমরা ওর এনওসি (ছাড়পত্র) নিয়ে ভাবব।’এদিকে সোমবার সন্ধ্যায় আবারও বসার কথা রয়েছে বিসিবির কর্মকর্তাদের। বোর্ড প্রধানের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক করার কথা রয়েছে বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র।