প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ২০:৬
০৪ এর বন্ধুদের বিশেষ আয়োজনে , আগামী ২৫ শে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে , এস এস সি ২০০৪ বাংলাদেশ কতৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট। এই প্রথম এস এস সি ২০০৪ ব্যাচের মধ্যে আড়ম্বরপূর্ণভাবে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শুরু হচ্ছে সবার প্রিয় ক্রিকেট খেলা। আমরা জানি ক্রিকেট খুভ জনপ্রিয় খেলা আমাদের দেশে বর্তমানে তাই বন্ধুদের মধ্যে থেকে সেরা বাছাই করা প্লেয়ার নিয়ে সব দল এবার মাঠে নামবে। হবে হাড্ডাহাড্ডি লড়াই আনন্দ ফান ।
এস এস সি ০৪ বাংলাদেশ বরাবর তাদের কার্যক্রমে ভিন্নতা রাখে। তারা সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে তাদের কার্যক্রম সফলভাবে করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানকে সফল ভাবে করার জন্য কাজ করে যাচ্ছে ০৪ এরই সব বন্ধুরা। এই প্রথম খেলা সফল করার লক্ষে আলাদাভাবে কমিটি করে সকল কার্যক্রম তারা সুন্দরভাবে এগিয়ে নিয়েছে সম্বলিত বন্ধুরা ।
দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ইনিউজ৭১ রয়েছে এই খেলার মিডিয়া পার্টনার হিসেবে তাই কতিপয় বন্ধুরা বলেন , এটা মূলত একটা শুধু ক্রিকেট ম্যাচ না, এটা সব বন্ধুদের মিলনমেলা ও। দেশের বিভিন্ন প্রান্তের বন্ধুরা এই ম্যাচে খেলবে। একটা আনন্দঘন মুহূর্ত তৈরী হবে সেদিন।
বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ এবং বন্ধুদেরকে বিনোদন দিয়ে আসছে এস এস সি ০৪ বাংলাদেশ। খেলায় থাকবে আরও অনেক রকম চমক। এখন শুধু অপেক্ষা। ২৫ তারিখ হবে শুভ উদ্ভোদন। তাই সকল বন্ধুদের মাঠে বসে খেলা দেখার আমন্ত্রণ করা হচ্ছে ।