প্রকাশ: ৩০ জুন ২০২০, ৫:৬
ব্রাক্ষণবাড়িয়া সরাইলে (৩০ জুন) মঙ্গলবার উপজেলার নতুন করে সরকারি কর্মচারিএ পাবলিকসহ ছয়জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তকারীরা হলেন, মোঃ রাজ্জাক মিয়া,(৩৫) মোঃ ওয়াহেদ(৭০),মোঃ সোহেল মিয়া(৩৫), মোঃ রেজাউল করিম(৪০),শাহ মোঃ কাইয়ুম (৪৫), ঝরণা রাণী (৪০)এনিয়ে সরাইলে এখন পর্যন্ত ৭৮ জন করোনায় আক্রান্ত হলেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য বিভাগসূত্র জানাযায়,সরাইলে নতুন করে আরও বিশ ছয়জন করোনা পজিটিভ। ছয় জনের মধ্যে স্বাস্হ্যকর্মী ও পাবলিক রয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।