বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পুলিশের আরও দুই সদস্যের মৃত্যু হয়েছে। তাদের একজন উপপরিদর্শক (এসআই) এস এম মুকুল ও অপর একজন কনস্টেবল। তার নাম আবুল হোসেন আজাদ। দুইজনই ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপিতে কর্মরত ছিলেন। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পুলিশে ২৬ জনের মৃত্যু হলো।
ডিএমপি সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের দুইজন সদস্য হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সোমবার ইমপালস্ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় এসআই এস এম মুকুল মারা যান।
একইদিন কনস্টেবল আজাদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।এসআই মুকুলের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার চরকুলী গ্রামে। আর কনস্টেবল আজাদের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন থানার জয়পাশায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।