প্রকাশ: ১৫ জুন ২০২০, ১৭:৩৪
ঘানার স্বাস্থ্যমন্ত্রী কাওয়াকু এজিয়েমাং-মানু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট এ তথ্য জানিয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।
কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে গিয়ে ভাইরাসে আক্রান্ত তিনি।’সবচেয়ে খারাপ পরিস্থিতির শিকার হওয়া আফ্রিকার দেশগুলোর মধ্যে অন্যতম ঘানা। অনেক বেশি করোনার পরীক্ষা করছে তারা। এ পর্যন্ত প্রায় ১২ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। ৫১ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।