প্রকাশ: ১৪ জুন ২০২০, ২২:৫৬
ভোলার বোরহানউদ্দিনে শনিবার রাতে ৭ জন আক্রান্তের পর করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত সন্দেহে পাঠনো নমুনায় একজন মেডিক্যাল অফিসার,স্বাস্থ্যকর্মী পূর্ণরাকান্ত সহ আরো ৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী ওই তথ্য নিশ্চিত করেন। জানা যায়, আক্রান্ত ৫ ব্যক্তি গত শনিবার উপসর্গ থাকায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দেন।রবিবার শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাঁদের ফলাফল পজেটিভ
আসে। নতুন আক্রান্তদের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর একজন মেডিক্যাল অফিসার । এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্্েরর যক্ষা-কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী(টিএলসিএ)গত ২৭ মে আক্রান্ত হবার পর নেগেটিভ রেজাল্টের পর পূর্ণ-আক্রান্ত হয়েছে। আক্রান্ত অন্য তিনজন হলেন, উপজেলার তিন ইউনিয়নের ৪৮, ৩৮ ও ৫৮ বছর বয়সী পুরুষ।