প্রকাশ: ১৪ জুন ২০২০, ২১:৫৯
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা আইনজীবী সমিতির সদস্য সিরাজুল ইসলাম মল্লিক (৪৮) মারা গেছেন। রোববার (১৪ জুন) ভোর ৬টার দিকে ডেল্টা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় এই আইনজীবীর।ঢাকা বারের এই সদস্য রাজধানীর মিরপুরে থাকতেন।
সেখানেই ৮/৯ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শনিবার (১৩ জুন) রাতে হঠাৎ তার পেটে সমস্যা দেখা দেয়। এরপর সারারাত মিরপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করেও সফল হয়নি তার পরিবার। সবশেষ ডেল্টা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় আইনজীবী সিরাজুলের।