ঘোড়াঘাটে করোনা উপস্বর্গ নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ১৪ই জুন ২০২০ ০৩:৩০ অপরাহ্ন
ঘোড়াঘাটে করোনা উপস্বর্গ নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে করোনা ভাইরাসের উপস্বর্গ নিয়ে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মৃত্যুবরণ করেছে।আজ রবিবার (১৪ই জুন) সকালে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।জানাগেছে, মৃত ব্যক্তি  উপজেলার বুলাকিপুর ইউপি'র বিন্যাগাড়ী গ্রামের মৃত হেলাল উদ্দীনের ছেলে মোস্তাফিজার রহমান (৭২)। তিনি ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ জয়দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল (শনিবার) করোনার উপস্বর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফল এখনও  আসেনি। তবে করোনা ভাইরাসের উপস্বর্গ থাকায় সব ধরণের সর্তকতা অবলম্বন করে মৃত্যু ব্যক্তির দাফন কাজ সম্পন্ন করা হবে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম জানান, স্বাস্থ্য বিধি মেনে পারিবারিক কবর স্হানে     দাফন কাফন সম্পূর্ণ করে প্রয়োজন অনুযায়ী মৃত ব্যক্তির বাড়ির আশেপাশের কয়েকটি বাড়ি  লকডাউন করা হবে।