প্রকাশ: ১৪ জুন ২০২০, ২১:২১
করোনাকে জয় করলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। দীর্ঘ ১৫ দিন পর করোনামুক্ত হলেন এ করোনাযোদ্ধা।রোববার (১৪ জুন) দুপুরে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করোনামুক্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন কাউন্সিলর খোরশেদ। তিনি বলেন, আল্লাহর রহমতে করোনায়মুক্ত হলাম।
এর আগে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনামুক্ত হন। বর্তমানে তিনি সুস্থ আছেন।জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা প্রথমে করোনায় আক্রান্ত হন। স্ত্রীর পর খোরশেদও করোনায় আক্রান্ত হন।