প্রকাশ: ১৪ জুন ২০২০, ১৯:৫৩
চীনে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ জন, এপ্রিলের পর দৈনিক সর্বোচ্চ শনাক্তে দেশটিতে রোগটির দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা দেখা দিয়েছে।এ বছরের শুরুতে কঠোর লকডাউনের সুফল পেয়েছিল চীন। মহামারী নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল তারা। কিন্তু দক্ষিণ বেইজিংয়ের একটি মাংস ও সবজির বাজার থেকে গুচ্ছ সংক্রমণে নিয়ন্ত্রণ হারাতে বসেছে দেশটি।
স্থানীয়ভাবে নতুন এই গুচ্ছ সংক্রমণের কারণে বেইজিংয়ের বে শ কিছু লকডাউন করা হয়েছে। বাজারের কাছাকাছি থাকা ১১টি আবাসিক এলাকার বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে। দুই মাস পর রাজধানীতে প্রথম করোনা শনাক্ত হয়েছিল।নতুন করে আক্রান্ত হওয়া বাকিরা বিদেশ থেকে এসেছেন। তাতে চীনে মোট আক্রান্ত বেড়ে হল ৮৩ হাজার ১৩২ জন। মৃত্যু আগের মতোই ৪ হাজার ৬৩৪ জন।