মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রবীন চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারার ভাই হুমায়ূন কবির ।
শনিবার (১৩ জুন) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী আনোয়ারার মেয়ে রুমানা রব্বানী।
তিনি বলেন, কয়েক বছর আগেই মামার ওপেন হার্ট সার্জারী করা হয়েছিলো। এছাড়াও শারীরিকভাবে নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। গেল সপ্তাহে তার শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলে। এরপর থেকে ল্যাবএইডে তার চিকিৎসা চলছিলো। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মামা আমাদের ছেড়ে চলে গেলেন।