বোরহানউদ্দিনে চিকিৎসক ইমামসহ আক্রান্ত-৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৪ই জুন ২০২০ ১২:৫৩ পূর্বাহ্ন
বোরহানউদ্দিনে চিকিৎসক ইমামসহ আক্রান্ত-৭

ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত সন্দেহে পাঠনো নমুনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী ওই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, আক্রান্ত ৭ ব্যক্তি গতকাল ১২ জুন শুক্রবার উপসর্গ থাকায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দেন। 

আজ শনিবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁদের ফলাফল পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার ও সিনিয়র স্টাফ নার্স আছেন। 

এছাড়া পৌরসভার সাত নাম্বার ওয়ার্ডের আটচল্লিশ বছরের এক জন, চার নাম্বার ওয়ার্ডের   ছাপ্পান্ন বছরের একজন, পঞ্চাশ বছর  বয়সী তিন  নাম্বার ওয়ার্ডের বাসিন্দা   হাসপাতাল মসজিদের ইমাম এবং  দুই নাম্বার ওয়ার্ডের বাসিন্দা  সুশীলনের  এনজিও কর্মী  পঁয়তাল্লিশ ও আটত্রিশ  বছরের দুই নারী আছেন।

উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী জানান, সংশ্লিষ্ট এলাকায় লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। গত ২৩ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ বছরের এক কণ্যা শিশু প্রথম করোনায় আক্রান্ত হয়। বাড়িতে আইসোলেসনে থাকার পর গত ৭ মে ওই শিশুকে সুস্থ ঘোষণা করা হয়।