প্রকাশ: ১৩ জুন ২০২০, ৫:২৩
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে বিমান বাহিনীর হেলিকপ্টার করে ঢাকায় আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত ওই চিকিৎসককে জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। তার সঙ্গে ডা. শোভন রহমান ও ডা. মরিয়ম আক্তারকেও একই হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।