প্রকাশ: ১৩ জুন ২০২০, ১৭:৯
পটুয়খালীতে করোনা আক্রান্ত হয়ে দুমকির অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুস হাওলাদার (৬৫), কলাপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ উদ্দিন খলিফা ও বাউফলের সালমা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল রাতে বরিশাল মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক ইউনুস ও গৃহবধু সালমার মৃত্যু হয়।
অপরদিকে শিক্ষক ফরিদ উদ্দিন খলিফা গতকাল বরিশালের নিজ বাসায় মৃত্যু বরন করেন। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা.জাহাঙ্গীর আলম শিপন। তাদের কোভিট-১৯ প্রটোকলে দাফন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে চিকিৎসক, পুলিশ ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রাতে তাদের রিপোর্ট পজেটিভি আসে। আক্রান্তদের মধ্যে ৩ জন মির্জাগঞ্জের, ২ জন দশমিনার, ২ জন বাউফলের, ২জন দুমকির ও ২১ জন সদর উপজেলার। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা-১৫৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আছেন জন ১১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।