লকডাউন কালীগঞ্জ পৌরসভার তিন ওয়ার্ড
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টেস্ট কেস হিসেবে গাজীপুরে জেলার কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে অধিক ঝুকিপূর্ণ (রেড জোন) ঘোষণা করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। শুক্রবার রাত ১২টা হতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এ আদেশের প্রেক্ষিতে ওই এলাকার সকল সরকারী-বেসরকারী অফিস, ব্যাংক, হাটবাজার, দোকান পাট বন্ধ থাকবে। শুক্রবারের এ ঘোষণার প্রেক্ষিতে ওই তিনটি ওয়ার্ড পুরোপুরি লকডাউন থাকবে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হতে পারবে না।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কালীগঞ্জ পৌরসভার ওই তিনটি ওয়ার্ডে ৩০ হাজার লোক বাস করেন। গত ১৪ দিনে এ তিনটি ওয়ার্ডের ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ওই তিনটি ওয়ার্ডে মোট আক্রান্ত হয়েছে ৬৭ জন। এখানে আক্রান্তের হার প্রতি লাখে ৬৩ ভাগের বেশী। অথচ মহানগরের বাইরের এলাকায় প্রতি লাখে ২০ জনের বেশী হলে ওই এলাকা সরকারী ঘোষণা অনুযায়ী রেডজোনের অন্তর্ভক্ত হবে। অপরদিকে মহানগর বা সিটি কর্পোরেশনের যে এলাকায় করোনা আক্রান্তের হার প্রতি লাখে ৬০জনের বেশী, সেই এলাকাকে রেড জোন (অধিকঝুকিপূর্ণ এলাকা) ঘোষণার বিধান রয়েছে।
তিনি আরো জানান, এসময় এ এলাকায় ইমারজেন্সী সার্ভিস বাদে সকল প্রকার গণপরিবহণ, দোকানপাট, অফিস ও লোক চলাচল বন্ধ থাকবে। কাউকে ওই এলাকায় প্রবেশ ও বাহির হতে দেওয়া হবে না। সকল শাখা রোডগুলো বন্ধ থাকবে। নিয়ন্ত্রণ করা হবে জন চলাচল। এজন্য ওই তিনটি ওয়ার্ডের কাপাসিয়া মোড়, বালিগাঁও’র শেষ মাথায় এবং কদমতলী এলাকায় তিনটি চেকপোস্ট থাকবে। জরুরী প্রয়োজনে কাউকে ওই এলাকা হতে বের হতে হলে চেকপোষ্ট হয়ে বের হতে হবে। রোগী বহনের জন্য অ্যাম্বুলেন্স ও ঔষধের দোকান খোলা থাকবে। তবে রিক্সাভ্যানের মাধ্যমে বিভিন্ন স্থানে তরিতরকারিসহ নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার ও মাছ বিক্রি ও সরবরাহ করা হবে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরে করোনাভাইরাস আক্রান্তের হার অনেক বেশী। কিছু এলাকা বাদে এ জেলার অধিকাংশ এলাকাই এখন ঝুকিপূর্ণ (রেড জোন)। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের গাজীপুর, নরসিংদী ও নারায়নগঞ্জ জেলাসহ ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগরের মোট ৫টি অধিক ঝুকিপূর্ণ (রেড জোন) এলাকায় পরীক্ষামূলকভাবে কিছু পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এ টেস্ট কেস সফল হলে সরকারের পক্ষ থেকে তা দেশের সর্বত্র বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হবে। এর প্রেক্ষিতে শুক্রবার গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে অধিক ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এতে রাত ১২টা হতে ওই এলাকা সিল্ড করে দেওয়া হচ্ছে। জরুরী চিকিৎসার প্রয়োজন ছাড়া কেউ ওই এলাকার বাইরে যেতে পারবেনা বা প্রবেশ করতে পারবে না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।