সরাইলে যত্রতত্র ফেলা হচ্ছে ব্যবহৃত গ্লাভস ও মাস্ক, বাড়ছে ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ১২ই জুন ২০২০ ০৯:২৯ অপরাহ্ন
সরাইলে যত্রতত্র ফেলা হচ্ছে ব্যবহৃত গ্লাভস ও মাস্ক, বাড়ছে ঝুঁকি

বিশ্ব কাঁপিয়ে বাংলাদেশেও ঢুকে পড়েছে করোনা ভাইরাস। দেশজুড়ে এখন করোনা আতঙ্ক। এ ভাইরাস নিজেকে সুরক্ষিত রাখতে সরাইল উপজেলার ঝুঁকেছে হ্যান্ড গ্লাভস ও ফেস মাস্কের দিকে। কিন্তু ব্যবহারের পর এসব মাস্ক আর গ্লাভস ফেলে দেওয়া হচ্ছে যত্রতত্র। ফলে ঝুঁকি আরও বাড়ছে।

উপজেলার অলিগলিতে গ্রাম্যরাস্তায় এখন এসব ব্যবহৃত সুরক্ষাসামগ্রী পড়ে থাকতে দেখা যায়। এমনকি সরাইল উপজেলার হাসপাতালের আশপাশে ও যত্রতত্র ফেলে রাখা হয়েছে হ্যান্ড গ্লাভস ও ফেস মাস্ক।

এছাড়াও উপজেলার বেশ কয়েকটি ফার্মেসির সামনেও দেখা যায় পরিত্যক্ত মাস্ক আর গ্লাভস ফেলা রাখা হয়েছে।এতে ভয়ানক ছোঁয়াচে করোনা নিয়ে আরও আতঙ্ক তৈরি হচ্ছে। ব্যবহৃত এসব জিনিস থেকে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি আর বাড়ছে বলে মনে করা হচ্ছে। ব্যবহৃত এসব জিনিস থেকে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে ভাইরাসটি অন্যদের মধ্যে সংক্রমিত হতে পারে।