গাজীপুরের হাড়িনাল বাজার এলাকায় সংজ্ঞাহীন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা এক বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। করোনায় আক্রান্ত-এমন ভয়ে তার সহায়তায় কেউই এগিয়ে আসেননি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, সংজ্ঞাহীন অবস্থায় এক বৃদ্ধা (৫৫) গাজীপুর শহরের হাড়িনাল বাজারের রাস্তার পাশে পড়েছিলেন। তিনি দীর্ঘক্ষণ ধরে সেখানে পড়ে থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে কেউই তাঁকে সহায়তায় করতে এগিয়ে আসেননি। এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তিনি জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি জানাতে পারেন। ইতিমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন বিষয়টি অবগত হয়ে তিনি বৃদ্ধার সুচিকিৎসা জন্য নির্দেশনা প্রদান করেন।
কর্তৃপক্ষের নিদের্শনা পেয়ে পুলিশের উদ্ধারকারী দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধাকে উদ্ধার করে। পরে তাকে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেয়।
ওসি আরো জানান, ওই বৃদ্ধার শুধু নাম জানা গেছে-জাহানারা। তাঁর বিস্তারিত পরিচয় জানা চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি এখনো ঠিক মতো কথা বলতে পারছেন না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।