করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিএসএমএমইউর উপচার্য কনক কান্তি বড়ুয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শুক্রবার জহিরুল হাসান হাসপাতালে ভর্তি হন। এর আগে বাসায় থাকাকালীন তিনি করোনায় আক্রান্ত হন।বিএসএমএম কর্তৃপক্ষ তার আত্মর মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।