প্রকাশ: ১২ জুন ২০২০, ১৮:১০
করোনাভাইরাসে টালমাটাল হয়ে পড়েছে ভারত। টানা ৯ দিন দেশটিতে ৯ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্তের পর তা ১০ হাজার ছাড়ালো। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৫৬ জনের করোনা পজিটিভ হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সময়ে করোনায় রেকর্ড ৩৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩০ জানুয়ারি দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্তের পর মোট আক্রান্ত হলো ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। মারা গেছেন ৮ হাজার ৪৯৮ জন।