ভোক্তা অধিদপ্তরের হেডকোয়ার্টারের ১৯ জন করোনা আক্রান্ত!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১২ই জুন ২০২০ ১০:১৫ পূর্বাহ্ন
ভোক্তা অধিদপ্তরের হেডকোয়ার্টারের ১৯ জন করোনা আক্রান্ত!

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, সহকারী পরিচালক মাগফুর রহমান, অফিস সহায়ক সাইফুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের অফিস সহায়ক আল-আমিন সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে Covid-19 পজেটিভ হয়েছেন। উল্লেখ্য করোনাকে কেন্দ্র করে যখন সরকারি প্রায় সকল অফিস বন্ধ ছিল ( জরুরী সেবা প্রদানকারী সংস্থা বাদে ), ঠিক তখন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয় এবং রমজান এবং করোনাকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক,

স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে সরকারি দায়িত্ব পালন তথা বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করতে গিয়ে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা(অতি সচিব), ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার(উপসচিব), প্রধান কার্যালয়ের উপপরিচালক আতিয়া সুলতানা, উপপরিচালক আফরোজা রহমান, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, সহকারী পরিচালক রজবী নাহার রজনী, সহকারী পরিচালক তাহমিনা বেগম, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা, সহকারী পরিচালক মাহমুদা আক্তার,

মহাপরিচালকের গাড়ী চালক সোহেল আহমেদ, প্রধান কার্যালয়ের গাড়ী চালক মিলিয়া খানম, সহকারী হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, নমুনা সংগ্রহকারী আব্দুল কুদ্দুছ, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল ওয়াহেদ, ঢাকা বিভাগীয় কার্যালয়ের গাড়িচালক মোঃ শরীফ মিয়াসহ ১৫ কর্মকর্তা-কর্মচারী সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে Covid-19 পজেটিভ হয়েছিলেন।  তারা সকলেই বর্তমানে Covid-19 নেগেটিভ এবং শারীরিকভাবে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন।