প্রকাশ: ১২ জুন ২০২০, ১৫:৪২
গত ২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্ত পৌনে এক কোটির বেশি।চীনের উহান থেকে শুরু হওয়া প্রাণসংহারি এই ভাইরাসটিতে বিশ্বজুড়ে এখন আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ছুঁই ছুঁই করছে। এই সংখ্যায় পোঁছাতে ভাইরাসটির সময় লেগেছে সাড়ে পাঁচ মাস। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চার লাখ ২৪ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে গতকাল একদিনেই মারা গেছেন ৪৯২৮ জন। একই সময়ে একদিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮৩৪ জন, যা একদিনে রেকর্ড।