করোনা পরীক্ষার লাইনে দাঁড়িয়ে নমুনা দেয়ার আগেই মারা গেলেন (ইন্না..রাজেউন) বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক সাংবাদিক ওয়াসিউর রহমান রতন (৬৫)। বৃহস্পতিবার (১১ জুন) সকালে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সপরিবারে করোনা ভাইরাসের নমুনা দিতে গিয়ে বেলা ১২টার দিকে অসুস্থ্য হয়ে পড়েন।
এসময় তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২ টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। বাদ আসর শহরের নামাযগড় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
মরহুমের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সপরিবারে করোনা নমুনা পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক বগুড়া সম্পাদক রেজাউল করিম বাদশা, ইনিউজ৭১ এর সম্পাদক মোঃ শওকত হায়দার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, পূর্বপশ্চিম বিডি.নিউজ এর উপদেষ্টা এবিএম জাকিরুল হক টিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, দৈনিক উত্তরের দর্পন সম্পাদক আব্দুস সালাম বাবু, সম্পাদক মন্ডলীর সভাপতি আমিনুল ইসলাম ডাবলু, উপদেষ্টা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, নির্বাহি সম্পাদক সাজেদুর রহমান সিজু, ব্যবস্থাপনা সম্পাদক মাহমুদ শরীফ মিঠু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গণেশ দাস, যুগান্তর বগুড়া ব্যুরো নাজমূল হুদা নাসিম, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু, কালের কণ্ঠ বগুড়া ব্যুরো লিমন বাশার, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার আনোয়ার পারভেজ ও বণিক বার্তার প্রতিনিধি এইচ আলিম।