বরিশাল নগরীতে করোনা উপসর্গ নিয়ে একজন মুক্তিযোদ্ধার (৭০) মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা যান তিনি।
ওই মুক্তিযোদ্ধা করোনার উপসর্গ নিয়ে গত মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। বুধবার বিকেল তাঁর মৃত্যু হয়। তবে এখনো তাঁর করোনার রিপোর্ট পাওয়া যায়নি।