টাঙ্গাইলে মাস্ক না পরায় ১৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১১ই জুন ২০২০ ১০:৩৯ পূর্বাহ্ন
টাঙ্গাইলে মাস্ক না পরায় ১৪ জনকে জরিমানা

সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ে হাট-বাজারে ঘোরাফেরা করায় ভূঞাপুরে ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) বিকেলে টাঙ্গাইলের ভ‚ঞাপুর থানা মোড় ও ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আসলাম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ জনকে বিভিন্ন অঙ্কে ১৩৫০ টাকা জরিমানা করেন।

অন্যদিকে মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের যমুনা নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আসলাম হোসাইন বলেন, সরকারি নির্দেশ অমান্য করে হাট-বাজারগুলোতে মুখে মাস্ক না পড়ে ঘোরাফেরা করায় ১৪ জনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে।

এছাড়া যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলণের দায়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।