প্রকাশ: ১১ জুন ২০২০, ১৫:৪৪
চীনের উহান থেকে শুরু হওয়া প্রাণসংহারি ভাইরাস করোনার তাণ্ডব থামছেই না। অচেনা এই ভাইরাসটি প্রতিদিনই কেড়ে নিচ্ছে শত শত প্রাণ। আক্রান্তের সারিও প্রতিদিন দীর্ঘ হচ্ছে। কোভিড-১৯-এ বিশ্বজুড়ে এখন আক্রান্তের সংখ্যা সাড়ে ৭৪ লাখ ছাড়িয়েছে। এই সংখ্যায় পোঁছাতে ভাইরাসটির সময় লেগেছে সাড়ে পাঁচ মাস। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চার লাখ ১৯ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে গতকাল একদিনেই মারা গেছেন ৫২৪৩ জন। একই সময়ে একদিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন।
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ২ লাখ ৮৭ হাজার ১৫৫ জন। আক্রান্তদের মধ্যে ৮ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে।বাংলাদেশের গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ১০১২ জন। আর সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯০০ জন।