প্রকাশ: ১০ জুন ২০২০, ১৮:৩৭
রাজশাহী বিভাগে আরও ১২২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনায় প্রাণ গেছে আরও একজনের।বুধবার সকালে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, মঙ্গলবার রাজশাহী বিভাগে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৭ জনই বগুড়া জেলার বাসিন্দা। এছাড়া সিরাজগঞ্জে ১৬ জন, রাজশাহীতে ১০ জন, নাটোরে ১ জন, পাবনায় ১৩, চাঁপাইনবাবগঞ্জ ১ জন এবং নওগাঁয় ৪ জন রয়েছেন নতুন আক্রান্তের তালিকায়। নতুন করোনা সংক্রমণ ধরা পড়েনি শুধু জয়পুরহাটে।
এছাড়া বগুড়ায় ১২৩ জন, রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ৭ জন, সিরাজগঞ্জ ও পাবনায় ৩ জন করে। সবচেয়ে বেশি করোনা জয় করেছেন জয়পুরহাটে ১১৫ জন। এছাড়া নওগাঁয় ৯৯ জন, বগুড়ায় ৭০ জন, নাটোরে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪২ জন, রাজশাহীতে ২৪ জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ৮ জন।