প্রকাশ: ১০ জুন ২০২০, ১৫:৫৫
প্রাণসংহারি ভাইরাস করোনা বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ছাড়িয়েছে। এই সংখ্যায় পোঁছাতে ভাইরাসটির সময় লেগেছে সাড়ে পাঁচ মাস। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চার লাখ ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ২ লাখ ৭৬ হাজার ১৪৬ জন। আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে। ১ লাখ ৩৪ হাজার ৬৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।বাংলাদেশের গতকাল পর্যন্ত কএরোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬৭৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৯৭৫ জন। আর সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৭ জন।