প্রকাশ: ৯ জুন ২০২০, ০:৪৩
টাঙ্গাইলের গোপালপুরে একই বাড়ির ৩ জনসহ নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।আক্রান্তরা হলেন, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি গোপালপুর জোনাল অফিসের এজিএম ও পৌরশহরের কাচারীপাড়া এলাকার ভাড়াটিয়া মোহাম্মদ রাকিব (২৭), তার বাবা মো. নূর ইসলাম (৬০), শশুর শাহজাহান আলী (৬২) এবং উপজেলার ছোট কাহেতা গ্রামের আমির আলীর করোনা আক্রান্ত ছেলে কবির হোসেনের ভাইবউ এনজিওকর্মী রাবেয়া সুলতানা (২৫)।
তিনি আরো জানান, আজ ৯ জুন ২০২০ তারিখ পর্যন্ত গোপালপুর উপজেলায় করোনায় পজিটিভ সংখ্যা ১৭। সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। হোম কোয়ারান্টাইনে ১৮২ জন। উপজেলা থেকে প্রেরিত মোট স্যাম্পল সংখ্যা ৩৮৬টি। ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ জুনের দেয়া ৪৫ স্যাম্পলের রিপোর্ট এখনো হাতে আসেনি।