স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুদ করবেন না। এটি একটি কারিগরি বিষয়। এটি কিনে মজুদ করবেন না। বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে। প্রতি মিনিটে কত অক্সিজেন যাবে এটা চিকিৎসক নির্ধারন করে দেয়। নিজের বিপদ নিজে ডেকে না আনার পরার্মশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এই ভারপ্রাপ্ত মহাপরিচালক।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩১৭১ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত দেশে ৭১ হাজার ৬৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭৭৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৫ হাজার ৩৩৭ জন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।