প্রকাশ: ৯ জুন ২০২০, ১৯:১
করোনায় টাঙ্গাইলে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬ জনের মৃত্যু হলো। এছাড়াও জেলায় নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৬৬ জনে।
জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার তিনজন, গোপালপুর উপজেলার চারজন, মির্জাপুর উপজেলার তিনজন, মধুপুর উপজেলার একজন, কালিহাতী উপজেলার একজন ও দেলদুয়ার উপজেলার দুজন রয়েছেন।
এতে নতুন করে ১৪ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৬৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন।